মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন ৮ জনের কেউ শঙ্কামুক্ত নন

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ হওয়া ব‌্যক্তিদের মধ‌্যে আটজন এখনো চিকিৎসাধীন আছেন। তাদের সবারই শ্বাসনালী পুড়েছে। তাদের কেউই শঙ্কামুক্ত নন। সবাইকে আইসিইউতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শরীর যতই পুড়ুক না কেন শ্বাসনালী ঠিক থাকলে ওই রোগীকে বাঁচানো যায়। কিন্তু যে আটজন এখন চিকিৎসাধীন আছেন, তাদের সবারই শ্বাসনালী কম-বেশি পুড়েছে। এ কারণে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৩৭ মুসল্লিকে দগ্ধ অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়। তাদের মধ্যে ২৮ জন মারা গেছেন। একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Share this post

scroll to top