‘মসজিদে বিস্ফোরণে দায়ী সবার বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে’

নারায়ণগঞ্জে ফতুল্লা পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের জন‌্য যে বা যারাই থাকুক, সরকার তাদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান। ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে দায়ীদের পুলিশের করা মামলায় আসামি করা হবে।

আজ রোববার সন্ধ্যায় মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা দুজন গনমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই মসজিদে যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সেই কারণটিই উদঘাটন হওয়া জরুরি। তাহলে পরবর্তী ধাপে যেতে পারবো। অধিকাংশ দগ্ধদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যুর হার বেড়েছে। যারা চিকিৎসাধীন আছেন, সরকার তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার ব্যাবস্থা নিয়েছে। এ ঘটনা যার কারণেই হোক, যার দায়িত্ব অবহেলার কারণেই হোক, সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।’

এসময় ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘এই বিষয়ে থানায় একটি মামলা হয়েছে, তাতে ঘটনার বিস্তারিত উল্লেখ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটির রিপোর্ট অনুসারে, পুলিশের করা মামলায় দায়ীদেরকে আসামি করা হবে। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করে চার্জশিট গঠন করে আদালতে পাঠানো হবে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সদস‌্য উপজেলার ইউএনও নাহিদা বারিক।

Share this post

scroll to top