ময়মনসিংহ মেডিকেল থেকে বিদায় নিচ্ছেন পরিচালক ব্রি. নাসির উদ্দিন

দীর্ঘ প্রায় ৫ বছর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনার পর পরিচালক পদ থেকে বিদায় নিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসির উদ্দিন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করার কারণে বিদায় নিতে হচ্ছে তাকে এবং একই সাথে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসা ব্রিগেডিয়ার মোঃ ফজলুল কবির।

ব্রি. নাসির উদ্দিন ২০১৫ সালের ১ নভেম্বর  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যোগ  দেন।হাসপাতালের দায়িত্ব নেয়ার পর থেকে হাসপাতালটিকে দেশের সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জন্য রোল মডেল বানিয়েছেন।

তিনি দায়িত্বশীলতায় হাসপাতালে শতভাগ ওষুধ সরবরাহ নিশ্চিত হয়েছেন। এরই মধ্যে বন্ধ করেছেন দালালদের দৌরাত্ম। হাসপাতালের জরুরি বিভাগে চালু করেছেন দেশের প্রথম ওয়ান স্টপ সার্ভিস।

প্রসূতি সেবার জন্য ২০১৮ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল দেশসেরা পুরস্কার লাভ করে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতায় এনেছেন আমূল পরিবর্তন। রোগীদের জন্য তৈরি করা খাবারের রান্না স্বাস্থ্যসম্মত উপায়ে হচ্ছে কিনা, তা দেখার জন্য নিজেই তদারকি করেছেন।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের  মানুষের স্বাস্থ্যসেবার বিড়ম্বনা কমিয়ে আনার পেছনে রয়েছে তার অনস্বীকার্য অবদান।

Share this post

scroll to top