ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত স্বামীর যাবজ্জীবন

ময়মনসিংহের মাইজবাড়ী পাঁচ মাইলে গত ২০১৩ সালে স্বামীর বাড়িতে নিহত হন জুলেখা বেগম। এরপর জুলেখা বেগমের ভাই মােঃ আজহারুল ইসলাম বাদী হয়ে গত ১৪/০৩/২০১৩ ইং তারিখে কোতয়ালী থানায় ভিকটিম এর স্বামী মো. আব্দুর রাজ্জাকসহ আরাে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১১ (ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন। উক্ত মামলা বিচারের পর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ময়মনসিংহ গত ২৮/০৮/১৫ ইং তারিখে আসামী মােঃ আব্দুর রাজ্জাককে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন।

উক্ত মামলা বিচারের পর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ময়মনসিংহ গত ২৮/০৮/১৫ ইং তারিখে আসামী মােঃ আব্দুর রাজ্জাককে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে আসামী মােঃ আব্দুর রাজ্জাক বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আপীল দায়ের করেন। যাহা ক্রিমিনাল আপীল নং ৯০৯৭/২০১৬ মামলাটি হাইকোর্ট বিভাগে শুনানীর পর অদ্য ২৩/০৫/২২ ইং তারিখে মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও মাননীয় বিচারপতি খােন্দকার দিলীরুজ্জামান এর দ্বৈত বেঞ্চ রায় প্রদান করেন এবং আসামীকে মৃত্যুদন্ডের পরিবর্তে যাবতজীবন কারাদন্ডে দন্ডিত করেন।

উক্ত আপীল মামলাটি আসামী পক্ষে শুনানী করেন এ্যাডভােকেট ফজলুল হক খান ফরিদ ও এ্যাডভােকেট মােহাম্মদ আবুল হাসনাত ।

Share this post

scroll to top