ময়মনসিংহে অপমৃত্যু ও বিবাহ বিচ্ছেদ বেশি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেছেন, ময়মনসিংহ বিভাগে আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ তুলনামুলক বেশি হচ্ছে। প্রতিমাসে ১৫ থেকে ২০ জন খুন হয়। অস্বাভাবিক মৃত্যু হয় একশ’র উপরে। সমাজে অস্থিরতা, অস্বস্তি, মানুষের প্রাপ্তি ও চাহিদার কারণে এগুলো হচ্ছে। তাই এই বিষয়গুলো প্রশাসনকে বিশেষভাবে দেখতে হবে।

সোমবার (১৯ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি ওইসব কথা বলেন।
সরকারের উন্নয়ন কার্যক্রম, আইন-শৃংখলা ও তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

Share this post

scroll to top