মন্দিরে হামলাকারী ৯ জন লক্ষ্মীপুর র‌্যাবের হাতে আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বিভিন্ন মন্দিরে হামলা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত ৭২ ঘন্টায় মোট ৯ জনকে আটক করেছে ।

তাদের বেগমগঞ্জ থানায় দায়েরকৃত ৪ টি মামলা গ্রেফতার দেখিয়েছে র‌্যাব। তারা হলেন নিজাম উদ্দিন (৩৫), মো: রাসেল (৩২), আবদুল মোতালেব (৪৭), শাহাদাত হোসেন (৩৪), গোলাম কিবরিয়া (৩২), আনোয়ারুল আজিম (৪০), সোহরাব হোসেন (৩৮), মো: মান্না (৩৮), হারুন অর রশিদ (৪০)।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান গত ৭২ ঘন্টায় বেগমগঞ্জের শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ মন্দির (ইসকন), শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র মন্দির, শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির সহ বিভিন্ন মন্দিরে হামলাকারী মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Share this post

scroll to top