মন্ত্রিপরিষদে হিন্দু সদস্য রাখার প্রস্তাব নিয়ে মোদী সরকারের সাথে বিএনপির বৈঠক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। এছাড়া দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজুজু, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেসহ বিজেপির বেশ কয়েকজন নেতার সঙ্গেও দেখা করেছেন তিনি।

একাধিক সূত্রের খবর, এসব বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে মোদি সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বৈঠকে তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নীতিনির্ধারকদের বার্তা দিতেই তিনি দিল্লিতে এসেছেন। দিল্লির সঙ্গে আওয়ামী লীগের মতো বিএনপিও কাজ করতে চায়।

এছাড়া ক্ষমতায় গেলে বিএনপি সংসদে সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি মন্ত্রিপরিষদে বেশ কয়েকজন হিন্দু সদস্য রাখবেন বলেও বিজেপি নেতাদের জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনের এই বছর বিএনপির একাধিক নেতা ভারত সফর করে গেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধি দলও ভারত সফর করেছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top