‘মনে করেছি, আর বাঁচব না’

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে আহত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে তিনদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গার্মেন্টস শ্রমিক মামুন প্রধান।

সুস্থ হয়ে ফিরে আসা মামুন সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছেন । তিনি বলেন, ‘আমি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম। হটাৎ বিকট শব্দ শুনতে পাই। দেখি মসজিদ থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। আমিও দগ্ধ হই। তখন মসজিদে এশার জামাত চলছিল। মুসল্লিদের চিৎকার আহাজারি শুনছি। পরে কেউ এসে আমাকে দ্বগ্ধ অস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখন মনে করেছি, আর বাঁচব না। আল্লাহর কৃপায় সুস্থ হয়ে হয়ে ফিরে এসেছি।’

মামন প্রধানের স্ত্রী রবি আক্তার বলেন, সবার কাছে দোয়া চাই। হাসপাতালে চিকিৎসকরা ভালো সহযোগিতা করেছেন। সবার কাছে দোয়া চাই, যারা আহত আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

এদিকে, মামুন সুস্থ হয়ে বাড়ি ফেরায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ফল নিয়ে মামুনের বাড়িতে দেখতে যান। এ সময় মামুনের খোঁজখবর নেন। মামুনকে দশ হাজার টাকা অনুদানসহ ২০ কেজি চাল দেন।

এ সময় নাহিদা বারিক বলেন, আহতদের পাশে আমরা সব সময় আছি। নারায়ণগঞ্জ পুলিশ ও জেলা প্রশাসন ঘটনার প্রথমদিন থেকেই সবার পাশে দাঁড়িয়েছে। নিহতদের দাফনে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। আহতদের প্রত্যেক পরিবারকে দশ হাজার করে নগদ টাকা দেওয়া হয়েছে।

Share this post

scroll to top