ভালুকায় ডাকাতির সময় পুলিশের গুলিতে নিহত ১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৫ ) নামে এক ডাকাত নিহত হয়েছে। বন্ধুকযুদ্ধের সময় ভালুকা মডেল থানার এসআই ইকবাল হোসেন, নবী হোসেন ও পুলিশ কনস্টেবল রাসেল আহত হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান , বুধবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতি চলাকালে গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের দুটি চৌকশ টিম উপজেলার কাচিঁনা ইউনিয়নে ইকোপার্ক এলাকায় অভিযানে যায়। পরে ইকোপার্ক এলাকায় পৌছলে অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এ্যালোপাথারী গুলিবর্ষন শুরু করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। তিনি আরও জানান, এসময় গুলা গুলির একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। শীর্ষ ডাকাত দলের সদস্য আনোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, আনোয়ার পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ১৬ টিরও বেশি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৬ টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় ভালুকা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top