ভালুকায় ট্রাকচাপায় সিএনজিচালকসহ নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ধলিয়া সড়কের রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।

এদিকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগের ডাক্তার আতিকা ময়মনসিংহ লাইভকে জানান, গুরুতর আহত অবস্থায় ভরাডুবা এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ফাতেমা (৩৫), পরুরা এলাকার আব্দুল মতিনের ছেলে সোয়াদ (১০), ও ফখরুল ইসলামের স্ত্রী রুনা(৩০)কে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তাদের ইনজুরি বেশি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ডাম্পট্রাকটি দ্রুত গতিতে ধলিয়া সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে এটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, দুপুর একটার দিকে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। ভর্তির আগেই মধ্যবয়সী একজন পুরুষের মৃত্যু হয়েছে।

Share this post

scroll to top