ভালুকায় কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করায় ২ প্রবাসীকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় দুই প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইলকোর্ট। সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে একটি মোবাইলকোর্ট পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে দুই প্রবাসীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা জানান, হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় দুই প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন দেশ থেকে ৫০০ বাংলাদেশি নাগরিক ভালুকায় এসেছেন। তাদের মধ্যে সোমবার রাত পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ১৪২ জন। এসব তথ্যের বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, আগত অন্যান্যদের হোম কোয়ারেন্টাইনে নিতে প্রচেষ্টা চালানো হচ্ছে।

Share this post

scroll to top