ভালুকার বন থেকে হাত-পা বাধা চিকিৎসক উদ্ধার

Doctorময়মনসিংহের ভালুকা বনে হাত-পা বাধা অবস্থায় টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মামুনকে পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে নেয় ছিনতাইকারীরা। পরে তাকে হাত-পা বেধে বনের ভেতর ফেলে রেখে রায় ছিনতাইকারীরা।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজিব পাল চৌধুরী বলেন, ‘ওই চিকিৎসক ঢাকায় যাওয়ার জন্য মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় একটি প্রাইভেটকার এসে ঢাকা যাওয়ার কথা বলে কৌশলে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর গাড়িটি মির্জাপুরের সফিপুর হয়ে ভালুকার একটি বনে হাত-পা বেধে ফেলে রেখে যায় তাকে। এর আগে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন নগদ টাকাসহ সব কিছু নিয়ে গেছে।’

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকলিমা আক্তার বলেন, ‘ছিনতাইয়ের কবলে পড়া ওই চিকিৎসককে রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রচুর মারধর ও চোখে মারাত্মক জখম করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

Share this post

scroll to top