ভারতে ময়ূর পাচারের সময় মুক্তাগাছার ২ যুবক আটক

ভারতে ১৫টি ময়ূর পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার এক অভিযান চালিয়ে এ ময়ূরগুলো জব্দ করা হয়। জব্দকৃত ময়ূরগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন মিন্টু খাঁ (৩৭) ও অর্ণব দাস (২৪)। তারা দুজনেই ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মাইক্রোবাসের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল ময়ূরগুলো। দীর্ঘ পথ অতিক্রম করে ময়ূরগুলোকে ভারতে পাচারের পায়তারা চলছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে গতকাল সাতক্ষীরা সীমান্ত এলাকায় অবস্থান নেন। এদিন বিকেলে সাতক্ষীরা-বৈকারি সড়কের জামতলায় একটি ঝোপ বাগানের মধ্যে একটি মাইক্রোবাস দেখতে পান। মাইক্রোবাসটি তল্লাশি করে এর সিটের নিচে বিশেষ কায়দায় বসিয়ে রাখা ১৫টি ময়ূর পাওয়া যায়। পরে ময়ূরগুলোকে নিরাপদে বের করে আনা হয়। দেরি না করে খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমানের কাছে আমরা তা হস্তান্তর করি।

ওসি আরও জানান, এ বিষয়ে বন্যপ্রাণি আইনে সাতক্ষীরা সদর থানায় দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

Share this post

scroll to top