ভারতে করোনা আক্রান্ত ৩৯ লাখ ছাড়ালো

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মাধ্যমে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৬ হাজার ৭৪৭ জনে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে দেশটির জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৪৭২ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪১ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩০ লাখের বেশি রোগী। সুস্থতার হার ৭৭ শতাংশ।

আর মারা যাওয়া ৭০ শতাংশই মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটকা, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ৬৩ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী নিয়ে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৪০ লাখ ৪৬ হাজার আক্রান্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এরপরই ভারতের অবস্থান।

অন্যদিকে বিশ্বব্যাপী ২ কোটি ৬৪ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যদিও এরইমধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লাখের বেশি রোগী। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

Share this post

scroll to top