ভারতে একদিনে করোনা শনাক্ত সাড়ে ১৩ হাজার

ভারতে আবারও একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হলো। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হলেন। তাতে মোট আক্রান্ত বেড়ে ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একদিনে ৩৩৬ জন করোনায় মারা গেছেন। মোট প্রাণহানি ১২ হাজার ৫৭৩ জন।

এখন পর্যন্ত ২ লাখ ৪ হাজার ৭১১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৫৩.৭৯ শতাংশ।

দেশে ৬৪ লাখ ২৬ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, বৃহস্পতিবার হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৫৯ জনের পরীক্ষা। তাদের মধ্যে ৭.৬৭ শতাংশ মানুষের করোনা পজিটিভ হয়েছে।

মহারাষ্ট্রে একদিনে ৩ হাজার ৭৫২ জনের আক্রান্তে মোট সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। আক্রান্তের পাশাপাশি ৫ হাজার ৭৫১ জনের মৃত্যুতে সবার উপরে ভারতের এই রাজ্য। দুই হাজারের বেশি করোনা শনাক্তে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে।

Share this post

scroll to top