বেনাপোল স্থলবন্দরে করোনা ভাইরাস সতর্কতা

করোনা ভাইরাস প্রতিরোধ করতে স্থলবন্দর বেনাপোল এর কর্মকর্তা-কর্মচারীরা ভারতীয় আমদানি পণ্যবাহী ট্রাক ড্রাইভারদের পরীক্ষা করছে। মঙ্গলবার সকাল ১১টায় বেনাপোল চেকপোষ্ট এর মূল ফটকে করোনা ভাইরাস পরীক্ষার উদ্বোধন করেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মোঃ মামুন কবির তালুকদার। চেকপোষ্ট ইমিগ্রেশন এর উপ-সহকারী চিকিৎসক আব্দুল মজিদ ও তার অধিনস্ত স্বাস্থ্য সেবার কর্মীরা এ পরীক্ষায় কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রুহল আমিন, আতিকুর রহমান, ট্রাফিক পরিদর্শক ফিদা হোসেন, আব্দুল কাদের প্রমুখ।

মামুন কবির তালুকদার বলেন, শুধু ভারত থেকে আসা পাসপোর্টধারীদের পরীক্ষা যথেষ্ট নয়। কারণ পণ্যবাহী ভারতীয় ট্রাকের ড্রাইভারাও ভাইরাসের জীবাণু বহন করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সে লক্ষ্যে আমরা বন্দর থেকে ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপারদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশের প্রবেশদ্বারে দুটি গেটে মেডিক্যাল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।

Share this post

scroll to top