বেনাপোল বন্দর দিয়ে ফের রপ্তানি শুরু

দীর্ঘ ১০৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ‌্য রপ্তানি শুরু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রপ্তানি কার্যক্রম শুরু হয়।

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। পরে আমদানি চালু হলেও রপ্তানি করা যাচ্ছিল না। কয়েক দিন যাবত ভারত শুধু তাদের পণ‌্য রপ্তানি করেছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো পণ‌্য নিতে রাজি হয়নি। পরে বাংলাদেশের ব্যবসায়ীরা আন্দোলনের ডাক দিলে আজ রোববার বিকেল থেকে পণ‌্য নিচ্ছে ভারত।

বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা মামুনুর রহমান বলেছেন, ‘দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। এখন আমদানি-রপ্তানি দুটোই চলবে।’

Share this post

scroll to top