বেছে বেছে প্রার্থিতা বাতিলের অভিযোগ অবান্তর : আইনমন্ত্রী

বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হচ্ছে- দলটির পক্ষ থেকে এমন অভিযোগকে ভিত্তিহীন ও অবান্তর মন্তব্য করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে এবং তারা আপিল করেছে। এখন এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে সিইসি ও নির্বাচন কমিশন।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে সরকার প্রভাবিত করেছে বিএনপির এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এ সময় আইনমন্ত্রীর সাথে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়াসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top