বেক্সিমকো ইন্ডাসট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন জার্মান সংসদ সদস্যরা

জার্মান সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বেক্সিমকো ইন্ডাসট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন। এসময় জার্মান দূতাবাস এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।
বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান এ এস এফ রহমান এবং সিইও অ্যান্ড গ্রুপ ডিরেক্টর সৈয়দ নাভিদ হোসেইন তাদেরকে স্বাগত জানান।
প্রতিনিধি দলে ছিলেন জার্মান সংসদ সদস্য গ্যাব্রিয়েল কার্টজমার্ক, বেট্টিনা স্টার্ক ও টবেজ ফ্লুগার।
তারা ইন্ডাসট্রিয়াল পার্কে অবস্থিত বেক্সিমকোর সব টেক্সটাইলস ও অ্যাপারেলস কারখানা ঘুরে দেখেন।
৩৫০ একর আয়তনের বেক্সিমকো ইন্ডাসট্রিয়াল পার্কে ৪০ হাজার কর্মী কাজ করেন। এদের মধ্যে ৫০০ কর্মী আছেন, যারা শারীরিকভাবে কিছুটা অক্ষম। জিআইজেডের সহযোগিতায় বেক্সিমকো তাদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে কর্মীতে উন্নীত করেছে।
বেক্সিমকোর টেক্সটাইলস ইউনিটগুলোর উৎপাদিত পণ্যের ক্রেতাদের মধ্যে রয়েছে কেলভিন ক্লেইন, জারা, মার্ক অ্যান্ড স্পেনসার, নেক্সট, সি অ্যান্ড এ।
প্রেস বিজ্ঞপ্তি

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top