বৃহস্পতিবার ময়মনসিংহে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা-২০১৯’ এর উদ্বোধন করতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

‘মুজিব বর্ষে যুক্তির পথে সত্যকে জানবো, অন্ধকার ঠেলে সমৃদ্ধ ময়মনসিংহ গড়বো’ এ স্লোগানকে সামনে রেখে পুলিশ লাইন্স মাঠে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা পুলিশ।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, যাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ।

জেলা পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী এদিন কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানা অনলাইন জিডির পরীক্ষামূলক উদ্বোধন ও জেলা পুলিশের মোবাইল এপ্লিকেশনের উদ্বোধন করবেন। একইসাথে তিনি কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

Share this post

scroll to top