বৃহস্পতিবার উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সকল জেলা, উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সকল জেলা, উপজেলা পর্যায়ের এ মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজীবুর রহমান।

মুখ্য সচিব বলেন, এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচি থাকবে। উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার উপর নানা প্রদর্শনী হবে। এ মেলায় শিক্ষার্থীদের নিয়ে আসতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুখ্য সচিব।

উন্নয়ন মেলায় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও অধিদফতরগুলো বিভিন্ন স্টল থাকবে। এসব স্টলে সরকারের গত দশবছরের তুলনামূলক উন্নয়ণের চিত্র তুলে ধরা হবে। উন্নয়ন মেলায় মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা নিজ নিজ জেলায় যাবেন। তারা মেলা তদারকি করবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, তথ্য সচিব আব্দুল মালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top