বিশ্ব সম্প্রদায় নির্বাচনের প্রশংসা করেছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, বিশ্ব সম্প্রদায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশংসা করেছে, কেউ প্রত্যাখ্যান করেনি। তিনি বলেন, ‘নির্বাচন শেষে পৃথিবীর বিভিন্ন জায়গা ও বিভিন্ন কমিউনিটি থেকে এই নির্বাচনের ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেছেন। এই নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোন দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন মন্তব্য করেনি। সবাই এ নির্বাচনের প্রশংসা করেছে। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা’|

‘সফলভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটি কাজ। আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি।’

ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘পৃথিবীর কোন দেশ, কোন সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেনি, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য।’

দক্ষতার সাথে সুযোগ্য নেতৃত্বে সংসদ নির্বাচনের মতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন করায় তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top