বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে নাগরিক সমাবেশ ও র‌্যালি

স্টাফ রিপোর্টার : বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে নদী রক্ষায় রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট নীতিমালা অন্তর্ভূক্তির দাবিতে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন জেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

নদী বাচাও আন্দোলনের জেলা শাখার সভাপতি ইকরাম এলাহী খান সাজের সভাপতিত্বে শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, নদী বাচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, এ্যাড. মাহাবুবুল হক প্রমুখ। বক্তারা বলেন, দেশে নদ-নদীর দুষণকল্পে শিল্প কারখানায় ইটিপি চালু, মানবসৃষ্ট ও হাসপাতালের বর্জ্য পরিশোধনের ব্যবস্থাসহ জলাশয় রক্ষায় নদী ও পানিসম্পদ মন্ত্রণালয়কে করতে হবে।

এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদসহ নদী ড্রেজিংয়ের মাধ্যমে বালি ও পলি সরাতে হবে। এজন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
পরে ‘নদ-নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শ্লোগানে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল আবেদীন সংলগ্ন পার্কে গিয়ে শেষ হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top