বিশ্বব্যাপী লকডাউনের মধ্যে যেভাবে পালিত হলো ঈদুল ফিতর

করোনাভাইরাসের লকডাউন আর সামাজিক দূরত্ব রক্ষার মধ্যে বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঐতিহ্যগতভাবে ঈদের জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে এই উৎসবে শুরু হয়। কিন্তু বহু দেশে এবারের ঈদে দেখা গেছে ভিন্ন রূপ।

ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে রমজান মাসের বিদায় এবং ঈদের সূচনা হলেও একেক দেশে ঈদুল ফিতর একে দিনে পালিত হয়।

যেমন সোমালিয়া কিংবা ইথিওপিয়ায় ঈদ পালিত হয়েছে শনিবার। অন্যদিকে, ইউরোপের দেশগুলিতে এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ঈদ হয়েছে রোববার।

বাংলাদেশসহ বেশ ক‌’টি দেশে এই ঈদ পালিত হচ্ছে সোমবার।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে এই ফিলিস্তিনীরা মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েছে
পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে ঈদের জামাতে সামাজিক দূরত্ব রক্ষা করা হয়েছে
চেচনিয়ার রাজধানী গ্রজনির এক মসজিদে মাস্ক পরিহিত ভলান্টিয়াররা মুসল্লিদের ব্যবহারের জন্য গ্লাভস বিতরণ করছেন
ঢাকায় বাইতুল মোকাররম মসজিদে ঈদের জামাত
তেহরানে ঈদের জামাতের মুসল্লিদের করোনাভাইরাসের বিরুদ্ধে এধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা গেছে
ইন্দোনেশিয়ার বান্দা আচেহ`র বাইতুর রাহমান মসজিদে ঈদের জামাত

সূত্র : বিবিসি

Share this post

scroll to top