বিশ্বচ‌্যাম্পিয়নদের কোচ হচ্ছেন পল কলিংউড

পল কলিংউড ইংল্যান্ডের ওয়ানডে দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম‌্যাচ খেলবে বিশ্বচ‌্যাম্পিয়ন ইংল‌্যান্ড। আয়ারল‌্যান্ড সিরিজের জন‌্য তার কাঁধে দায়িত্ব দিতে যাচ্ছে ইংল‌্যান্ড অ‌্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজ চলাকালীন বিরতিতে থাকবেন প্রধান কোচ ক্রিস সিলভার উড।

২০১১-তে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন কলিংউড। তবে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ২০১৮ সালে। তবে এর আগেই ইংল‌্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কলিংউড। ২০১৪ সালে বাংলাদেশে এসেছিলেন টি-টোয়েন্টি দলের সহকারী কোচ হয়ে।

ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে বৈশ্বিক টুর্নামেন্টে শিরোপা জেতেন ৪৪ বছরের কলিংউড। ২০১০ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি অ্যাশেজ জয়ী দলের সদস্যও তিনি। করোনার রেশ কাটিয়ে উঠার পর ইংল‌্যান্ড ৫৫ জনের দল নিয়ে অনুশীলন করছে। ইংল‌্যান্ডের ১১টি ভেন‌্যুতে ১৫ জনের বেশি কোচিং স্টাফ ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন। ৮ জুলাই ইংল‌্যান্ড ঘরের মাঠে আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। শিগগিরিই বিশাল বহর থেকে টেস্ট দল ঘোষণার কথা রয়েছে।

Share this post

scroll to top