বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন ময়মনসিংহের মারিয়া

maria manda মারিয়া মান্ডাসাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলে আশাতীত সাফল্য। সাফ ছাড়াও এএফসির বয়সভিত্তিক প্রতিযোগিতাতে ভালো করছে বাংলাদেশ নারী ফুটবল দল, বিশেষ করে অনূর্ধ্ব-১৬ বিভাগে। টানা দুইবার চূড়ান্ত প্রতিযোগিতায় খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। সেই দলটির অধিনায়ক মারিয়া মান্দা স্বপ্ন দেখেন মেয়েদের বিশ্বকাপে খেলার। মারিয়া মান্ডার জন্ম ২০০৩ সালের ১০ মে তারিখে ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুরে।

ছেলেরা যেখানে টানা চার সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সেখানে বাংলাদেশের মেয়েরা ২০১৬ সালে খেলেছে ফাইনালে। এছাড়া তিনবার খেলেছে সেমিফাইনালে। তাই লাল-সবুজ দল নিয়ে বড় স্বপ্ন দেখেন মারিয়া। বয়সভিত্তিক প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলার সঙ্গে জাতীয় মূল দলে জায়গা করে নেওয়া এই মিডফিল্ডার বললেন, ‘আমরা ভালো ফুটবল খেলে আসছি। ভবিষ্যতে আরও ভালো খেলতে চাই। আমাদের স্বপ্ন আছে একসময় বিশ্বকাপে খেলার। একসময় এই দেশকে বিশ্বকাপের কাতারে দেখতে চাই।’

অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়কত্ব উপভোগ করছেন মারিয়া, ‘আমি মনে করি এটি আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই দায়িত্বের কারণে আরও ভালো খেলতে ইচ্ছা হয়।’

করোনা পরিস্থিতির কারণে খেলা বন্ধ আছে। ময়মনসিংহে নিজের বাসায় সময় কাটছে তার। ‘অবসর’ সময়ে কিন্তু বসে নেই নারী দলের এই মিডফিল্ডার। ফিটনেস ধরে রাখতে কাজ করে যাচ্ছেন নিয়মিত, ‘বাসায় থাকছি, মাকে সাহায্য করছি। এছাড়া গানও শোনা হয়। ফিটনেস ধরে রাখতে কোচের (গোলাম রব্বানী ছোটন) দেওয়া শিডিউল অনুযায়ী অনুশীলন করছি। ঘরেই ব্যায়াম করছি, তবে একবেলা মাঠে অনুশীলন করছি।’

মেয়েদের লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন মারিয়া। এমন লিগ নিয়মিত চান তিনি, ‘এই লিগটি নিয়মিত আয়োজন করা হলে আমাদের জন্য উপকার হবে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে পরিবারকে সাহায্য করতে পারবো।’

Share this post

scroll to top