বিপিএল ড্রাফটে উঠছেন ৩৬৫ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়ানোর কথা আগামী ৫ জানুয়ারি। আজ রোববার এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বেলা ১১টায় কার্যক্রম শুরু হবে। ড্রাফট শুরু হবে দুপুর ১২টায়।

প্লেয়ার্স ড্রাফট পরিচালনা করবেন বিসিবি পরিচালক মাহবুবুল আনাম। ড্রাফট অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাত ফ্র্যাঞ্চাইজি। গত আসরের চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পেরেছে দলগুলো। অতিরিক্ত দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে তারা।

এবারের ড্রাফটে বিদেশি থাকছেন ৩৬৫ ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৮১ খেলোয়াড় ইংল্যান্ডের। এছাড়া পাকিস্তানের ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলংকার ৫৫, আফগানিস্তানের ১৯, দক্ষিণ আফ্রিকার ১৭, জিম্বাবুয়ের ১৫, আয়ারল্যান্ডের ১০, স্কটল্যান্ডের আট, কানাডা ও নেদারল্যান্ডসের ছয়জন করে, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের পাঁচজন করে, যুক্তরাষ্ট্রের চার, নিউজিল্যান্ডের তিন, অস্ট্রেলিয়ার দুই এবং কেনিয়ার একজন খেলোয়াড় রয়েছেন।

দেশি ক্রিকেটারদের তুলনায় বিদেশি ক্রিকেটারদের দাম বেশি। স্থানীয় এ-প্লাস শ্রেণির ক্রিকেটারদের দাম ৪০ থেকে ৭৫ লাখ টাকা। গ্রেড এ-তে থাকা ক্রিকেটারদের মূল্য ২৫ লাখ। এছাড়া গ্রেড-বি ১৮ লাখ, গ্রেড-সি ১২ লাখ, গ্রেড-ডি আট লাখ ও গ্রেড ই-এর ক্রিকেটাররা পাবেন পাঁচ লাখ টাকা করে। বিদেশিদের মধ্যে এ-প্লাস শ্রেণিতে থাকা ক্রিকেটাররা পাবেন দুই লাখ ডলার বা প্রায় এক কোটি ৭০ লাখ টাকা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top