বিদ্যুতের দাবিতে অবরোধ তুলে নিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়ধার এলাকায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে শিক্ষার্থীসহ সাধারণ জনগন। সেইসাথে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক উজ্জ্বল কুমার প্রধান।

জান যায়, গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ছিল রবিবার। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শনিবার থেকেিই ত্রিশালের বিভিন্ন এলাকায় মেছসহ আত্বীয়স্বজনের বাড়িতে অবস্থান করে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীরা যেমন গরমে অতিষ্ট হয়ে যান তেমনি রবিবার বারবার লোডশেডিং হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও বেকায়দায় পড়ে। এদিকে সারাদিনের বিদ্যুৎ পরিস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধের সিদ্ধান্ত নিলে এলাকাবাসীও সাথে যোগ দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জের আশ্বাসে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

Share this post

scroll to top