বিদ্যালয় খোলার ব‌্যাপারে ৭ দিনের মধ‌্যে বৈঠক: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার বিষয়ে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। স্বাস্থ্যবিধি মেনে অচিরেই প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশ করোনার টিকা না পেলেও আমরা পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের করোনা টিকা নেওয়া প্রায় শেষ।’

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্যা অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কল্পনা রানী ঘোষসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top