বিজেএমসি কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বাম জোট

পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল রোববার (২৮ জুন) বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (২৭ জুন) অনলাইনে জোটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) এর নেতা মানস নন্দী প্রমুখ।

সভা সিদ্ধান্ত হয়, আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে মতিঝিলের আদমজী কোর্টস্থ বিজেএমসি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, জ্বালানির দাম একাধিকবার, পরিবর্তনের উত্থাপিত বিল প্রত্যাহার, সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি না নেওয়ার দাবি জানিয়েছে বাম জোট।

Share this post

scroll to top