বিজয় দিবস উপলক্ষে ঢাকায় হবে আন্তর্জাতিক ম্যারাথন

বিজয় দিবস, ২০২০ উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন, সাইক্লিং ও নৌকা বাইচ প্রতিযোগিতা এবং ঘুড়ি উৎসবের আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালনার জন্য ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমিটির সভাপতি হিসেবে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদের নাম প্রস্তাব করলে সবাই সম্মতি জানান। এ সময় ডিএসসিসি মেয়র কমিটির সদস্য হিসেবে সাধারণ আসনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু এবং ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৬, ১৭, ২১) নারগীস মাহতাব, ৫ নং সংরক্ষিত ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ১৩, ১৯, ২০) রোকসানা ইসলাম চামেলী, ২২ নং সংরক্ষিত ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নং ৬৭, ৬৮, ৬৯) মাহাফুজা আক্তারের নাম প্রস্তাব করলে সবাই তা অনুমোদন করেন।

নবগঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বোস্টন ম্যারাথন বললে বিশ্ববাসী যেমন বোস্টন শহরকে বোঝেন, তেমনই মুজিববর্ষে আপনারা ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ ও ঘুড়ি উৎসবের সফল আয়োজনের মাধ্যমে ঢাকা শহরকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করবেন বলে আমি বিশ্বাস করি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমান উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, জিএম (ট্রান্সপোর্ট) বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top