বিকেএসপিতে প্রথম নারী হকি বিভাগে ময়মনসিংহেরই ৩ জন

বিকেএসপিবাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পুরুষ হকি বিভাগ ছিল। এবার নতুন করে যোগ হল নারী হকি। প্রথমবার যোগ হওয়া এই বিভাগে ভর্তির অপেক্ষায় আছেন ১৫ জন নারী হকি খেলোয়াড়। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগেরই ৩জন খেলোয়াড় রয়েছেন। বিকেএসপির বাছাইয়ে প্রথম ব্যাচে জায়গা করে নিয়েছেন ময়মনসিংহের সুমাইয়া আক্তার সিমু ও ঐশ্বর্য সরকার শেভা, নেত্রকোনার শারিকা সাফা রিমন। এছাড়াও বাকি অন্যান্যরা হলেন দিনাজপুরের অর্পিতা পাল, বীথি রানী সরকার, আনারকলি আঁখি ও বিনা এক্কা, ঝিনাইদহের রিভা খাতুন ও নাদিরা, চট্টগ্রামের ফাতেমা তুজ জোহরা, হিমাদ্রী বড়ুয়া সুখ ও নীলাদ্রী বড়ুয়া নীল, কিশোরগঞ্জের সানজিদা আক্তার মনি, রাজশাহীর মহুয়া এবং সাতক্ষীরার কেয়া পারভীন।

মূলত ক্রীড়া পরিদফতরের পরিচালক তারিকুজ্জামান নান্নুর আগ্রহেই হকি ফেডারেশনের মাধ্যমে বিকেএসপিতে যুক্ত হয়েছে এই বিভাগটি। করোনা-সংকট কেটে গেলে বিকেএসপিতে ভর্তি হতে পারবেন তারা।

Share this post

scroll to top