বিএনপিকে জনগণ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে: নৌপ্রতিমন্ত্রী

করোনাকালে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই ব্যর্থতার জন্য আগামী দিনে বিএনপিকে জনগণ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।’ শনিবার (২৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘করোনার সময় পৃথিবীর যে দেশগুলো স্বাস্থ্য সেবায় সারা বিশ্বে নেতৃত্ব দেয়; তাদেরও অসহায়ত্ব প্রকাশ করতে দেখা গেছে। অথচ আমাদের দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার সীমাবদ্ধতার থাকার পরও সরকার সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে।’

করোকালে বিএনপির ভূমিকা  প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন,  ‘আজকে করোনা নিয়ে সরকারের সমালোচনা করছে বিএনপি। আমরা ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে দেখেছি। দুই লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। সরকারিভাবে কোনো সাপোর্ট দেওয়া হয়নি। পশু ও মানুষকে এক সঙ্গে দাফন করা হয়েছে। গণকবর দেওয়া হয়েছে। অথচ বর্তমানে বাংলাদেশে সেই রকম অবস্থা তৈরির ধারে-কাছেও নেই।’

সংবাদপত্রের ভূমিকা প্রসঙ্গে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘গত দুই মাস ধরে গণমাধ্যম সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এই দুই মাসে এমন একটি সংবাদও প্রকাশিত হয়নি, যে সংবাদে সামাজিত অস্থিরতা বাড়বে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

Share this post

scroll to top