বাড়ি বাড়ি গিয়ে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়: ইসি সচিব

ECসিরাজগঞ্জে নবনির্বাচিত কাউন্সিলর খুন হওয়া দুঃখজনক মন্তব্য করে নির্বাচন কমিশন (ইসি) সচিব (সিনিয়র সচিব) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

রোববার (১৭ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইসি সচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, আশা করি দ্রুতই দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন হত্যাকাণ্ডের জন্য গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয়। তবে এই কাউন্সিলরের আচরণবিধি ভঙ্গ করে মিছিল করা ঠিক হয়নি।

তিনি বলেন, সামনের নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতি আরো বাড়বে। এদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যে তার নিজস্ব বলেও মন্তব্য করেন ইসি সচিব মো. আলমগীর।

Share this post

scroll to top