বাড়ছে সীমান্তবর্তী সব নদীর পানি, নেত্রকোনায় বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দার উব্ধাখালী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কলমাকান্দায় ৪০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিবৃষ্টিতে সীমান্তবর্তী গণেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও ও মহেষখোলা নদীর পানিও বেড়ে চলছে। অন্যদিকে, পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে উঠেছে উব্ধাখালি নদী। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কলমাকান্দা উপজেলায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান, কলমাকান্দার প্রধান নদী উব্ধাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বিকেলের মধ্যেই পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘ইতোমধ্যে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ২০০ হেক্টরের মতো বোরো পাকা ধান নিমজ্জিত হয়ে গেছে। পাকা ধান দ্রুত কেটে গোলাজাত করা না গেলে ক্ষতি আরও বাড়বে।’

Share this post

scroll to top