বার্সায় ফিরতে চান সেতিয়েন

এ বছরের জানুয়ারিতে এর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি হয়ে ন্যু ক্যাম্পে যান কিকে সেতিয়েন। চুক্তি ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার তিন দিন পর তাকে বরখাস্ত করে বার্সা। এই অল্প সময়ে ন্যু ক্যাম্পে ‘অসাধারণ’ অভিজ্ঞতা হয়েছে তার। তাই ভবিষ্যতে আবারও সেখানে তার ফেরার ইচ্ছা।

৬২ বছর বয়সী সাবেক বার্সা কোচ বলেছেন, ‘অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটা সত্যি যে আমরা সময়টা মনমতো উপভোগ করতে পারিনি, যেমনটা আমি শুরুতে দেখেছিলাম। অবশ্যই আমি বার্সেলোনায় ফিরতে চাই, যা হয়েছে তার জন্য কখনও অনুতপ্ত নই।’

আগস্টে বরখাস্ত হওয়ার পর থেকে চাকরি নেই সেতিয়েনের। রিয়াল বেতিস ও লাস পালমাসের সাবেক কোচ জানালেন, ছাঁটাই হওয়ার পর তার সময় প্রয়োজন ছিল।
তিনি বলেছেন, ‘বার্সেলোনায় যেসব ঘটনার মধ্যে দিয়ে গেছি সেই শোক আমি এরই মধ্যে কাটিয়ে উঠেছি। কিন্তু এটা একটা দুর্ঘটনা, এটাকে চাকরির একটা অংশ হিসেবে নিতে হবে।’

Share this post

scroll to top