বাবার লাশ বাড়িতে রেখে নেত্রকোনায় এসএসসি পরীক্ষা দিলেন নাজমা

বাড়িতে বাবার মরদেহ। স্বজনরা কাঁদছেন। বুকে সেই কষ্ট জমা করেই এসএসসি পরীক্ষা দিল নাজমা বেগম নামের এক পরিক্ষার্থী। সে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে সে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ছিল নাজমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। জানা গেছে, স্টোকজনিত কারণে নাজমার বাবা নুরুল হক মীর (৫৬) মারা যান। এদিকে শনিবার বাংলা ২য় পত্র পরিক্ষা অন্যদিকে বাড়িতে বাবার লাশ। বাবার সপ্ন রক্ষা করতেই বাবার লাশ বাড়িতে রেখেই নাজমা বেগম তার পরীক্ষা কেন্দ্র গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ে যায় পরীক্ষা দিতে। কেন্দ্রে গিয়ে পরীক্ষা চলাকালে সে কান্নায় ভেঙে পড়ে বারবার কান্নাজড়িত কন্ঠে নাজমা বলছিলো বাবা আর নেই, বাবা আর কখনই আমাকে মা বলে ডাকবে না, এ মর্মান্তিক ঘটনায় সহপাঠী সহ শিক্ষকদেরও চোখে পানি এসে যায়।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই সে পড়াশোনা অনেক ভালো। বাবার লাশ বাড়িতে রেখে মনে কষ্ট চেপে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা তার প্রতি সমবেদনা জানাই। নাজমা জীবনে অনেক বড় হোক এই কামনা করি।

Share this post

scroll to top