বাজেটে জীবন-জীবিকা উপেক্ষিত : আমীর খসরু

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানুষের জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারেই উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার এক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

খসরু বলেন, জিডিপি ও রাজস্ব আহরণে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল।

আমির খসরু আরো বলেন, বাজেটে স্বাস্থ্য খাত ও সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা। কিন্তু সেগুলোকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্পে টাকা দেয়ার মানে হলো দুনীর্তির ধারা অব্যাহত রাখা।

তিনি বলেন, যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে, সেটি দুনীর্তি চলমান রাখার একটি প্রয়াসমাত্র।

Share this post

scroll to top