বাকৃবির কেন্দ্রীয় গবেষণাগারে আইসিপিএমএস, ডিএনএ সিকুয়েন্সার সংযোজন

BAU Campus Pic

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কার্যক্রম সহজ ও উন্নতর করতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক দুটি যন্ত্র।

অধ্যাপক মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রি (আইসিপিএমএস) এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক এডিস (ডিএনএ) সিকুয়েন্সার যন্ত্র দুটি সংযোজিত হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান যন্ত্র দুটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান প্রমুখ।

Share this post

scroll to top