বাকৃবিতে ময়মনসিংহ অঞ্চলের জীববিজ্ঞান উৎসব

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবি) ও সমকাল এর যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ অঞ্চলের জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি প্রশাসনিক ভবনের সামনে শনিবার (১৬ এপ্রিল) সকাল নয়টার দিকে ওই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান ।

Yatri

ফটো: পুরস্কার নিচ্ছে মাহেরু হক ইয়াত্রি

এবছর ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবে ময়মনসিংহ অঞ্চলের ৪৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চল থেকে জুনিয়র ক্যাটাগরিতে ৪০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ৯৬ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৪ জনসহ মোট তিনটি ক্যাটাগরিতে ১৫০ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।

Share this post

scroll to top