বাকৃবিতে ছাত্রলীগের পরিচ্ছন্নতা কর্মসূচি

BAU BSL Cleaning Pic (1)বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস পরিষ্কার রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুন্দর মন’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাকৃবি ছাত্রলীগ। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বেগম রোকেয়া হল ছাত্রলীগ ইউনিট এ কর্মসূচি পালন করে। শনিবার (৭ই মার্চ) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে ওই কর্মসূচি শুরু করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানটি মরণসাগর, শহীদ মিনার, বিজয়-৭১ ও আব্দুল জব্বার মোড়সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন উন্মুক্ত স্থানে পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক, সহকারি প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজীসহ আয়োজক ওই দুই হলের ছাত্রলীগ  নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজহারুল হক বলেন, আজ ৭ই মার্চ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। বিশ^বিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রতিটি শিক্ষার্থীর দ্বায়িত্ব। এছাড়া অতিরিক্ত মশার উপদ্রব কমাতে এই পরিষ্কার অভিযান সহায়ক ভূমিকা পালন করবে।

Share this post

scroll to top