বাকৃবিতে আমাল ফাউন্ডেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার ইভেন্ট অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি : কালের কণ্ঠ পত্রিকার পাঠক সংঘঠন ‘শুভসংঘ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাল ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার ট্রাশট্যাগ চ্যালেঞ্জ নামক একটি ইভেন্টের মাধ্যমে তারা এ কার্যক্রম পরিচালনা করেন। এখন থেকে প্রতি সপ্তাহেই তারা এ অভিযান পরিচালনা করবেন বলেও জানিয়েছেন।

বাকৃবি শাখা শুভসংঘের বন্ধুরা বঙ্গবন্ধু স্মৃতি চত্বর, বিজয় ৭১, গ্রন্থাগার ভবন, প্রশাসনিক ভবন, বহ্মপুত্র নদের পাড় সংলগ্ন উদীচি ঘাটসহ ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন জায়গার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একইসাথে আশেপাশের লোকজন ও দোকান মালিকদের ময়লা আবর্জনা নিদিষ্ট জায়গায় ফেলতে উব্ধুদ্ধ করেন। এমন আয়োজনটি সম্পর্কে জানতে চাইলে শুভসংঘের বন্ধুরা বলেন, আমরা এটিকে কেবল একটি চ্যালেঞ্জের মতো নয়, আমাদের দেশের প্রতি আমাদের সামাজিক দায়িত্ব বা কর্তব্য হিসাবে গ্রহণ করেছি। আমরা অনেক সময় নিজেদের ইচ্ছাকৃত ভুলে কিংবা মনের অজান্তেই আমাদের পরিবেশ নষ্ট করছি। যা কোনভাবেই কাম্য নয়। আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্বের মধ্যেই পড়ে।

উল্লেখ্য, ‘আমাল ফাউন্ডেশন’ এর সহযোগিতায় এর আগে কক্সবাজার, ঢাকাসহ বিভিন্ন জেলাতে এই ইভেন্টটি পরিচালিত হয়েছে।

Share this post

scroll to top