বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সস্ত্রীক করোনায় আক্রান্ত

বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক কোভিড-১৯ আক্রান্ত। তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তা। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা।

সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ও নির্দেশনা মতো করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বাংলাদেশ বেতার দেশের প্রান্তিক জনগোষ্ঠি থেকে শুরু করে নগরবাসীর জন্য ১৪ টি আঞ্চলিক কেন্দ্র এবং ৮ টি বিশেষায়িত ইউনিটের একাধিক এ.এম এবং এফ.এম ব্যান্ডে সরকার নির্ধারিত বিভিন্ন স্বাস্থ্য নির্দেশনা নিরবিচ্ছিন্ন ভাবে প্রচার করে আসছে। প্রান্তিক জনসাধারনের জন্য বোধগম্য ও বিনোদনমূলক ধারায় বিভিন্ন অনুষ্ঠান নির্মান ও প্রচারে বাংলাদেশ বেতার অনন্য ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, দেশের সকল প্রাকৃতিক দূর্যোগের সময়ে তারবিহীন রেডিও ফ্রিকোয়েন্সীর সাহায্যে বাংলাদেশ বেতার উপকূলীয় জনসাধারণের জীবনের জন্য লাইফ লাইনের ভূমিকায় অবতীর্ণ হয়। এসময়ে সকল ধরনের ছুটি বাতিল পূর্বক ২৪/৭ নিরবচ্ছিন্নভাবে বিশেষ আবহাওয়া বুলেটিন এবং সরকার নির্ধারিত করণীয় প্রচার করা হয়। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানেও উপ-মহাপরিচালকের প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ বেতারের কর্মকর্তারা করোনা ভয়কে উপেক্ষা করে নিরবিচ্ছিন্নভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

এভাবে কাজে ডুবে থাকতেই হঠাৎ কিছু লক্ষণ দেখা দিলে তিনি এবং তার স্ত্রী গত ১২ জুন তারিখে নমুনা পরীক্ষা করতে দিলে আজ ১৪ জুন তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন। তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Share this post

scroll to top