বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন সোসাইটির নতুন কমিটি

তানিউল করিম জীম : বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন সোসাইটি ২০২০-২০২১ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে দ্বিতীয় বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি বাকৃবি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনলোজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. বাশির আহম্মেদ, কোষাধ্যক্ষ বাকৃবি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার হুমায়ুন কবীর এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এম লিয়াকত  হোসেন খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম মাহবুবুল আলম ও সেমিনার সম্পাদক বাকৃবি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের  সহকারী অধ্যাপক ইফফাত আরা মেহজাবীন। এছাড়াও কমিটিতে ১৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন সোসাইটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। কৃষি ও গ্রাম উন্নয়নের সাথে সম্পর্কিত শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারনের সাথে সাথে যে সকল শিক্ষক, গবেষক এবং সম্প্রসারণ কর্মী যুক্ত তারা এ সোসাইটির সদস্য হতে পারেন।

Share this post

scroll to top