বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয়কে আটক করেছে বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরের দিকে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আটক করে। তবে তাদের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন করার অপরাধে রৌমারী থানায় মামলা করে বিজিবি।

আটককৃতরা হলেন- সেলিম মিয়া (২০), জাহাঙ্গীর আলম (১৯) ও শাহ আলম শেখ (২০)। তারা সকলেই ভারতের হাট শিংঙ্গিমারী জেলার দক্ষিণ শারমারা থানার কানাইমারা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, ওই তিন ভারতীয় নাগরিক শনিবার গরু চোরাকারবারির উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২ এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। গোপন এ সংবাদ পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। আটক ৩ যুবক ভারতের হাট শিংঙ্গিমারী জেলার দক্ষিণ শারমারা থানার কানাইমারা গ্রামের বাসিন্দা। সেলিম সে গ্রামের নুর ইসলামের ছেলে, আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর ও সানোয়ার হোসেনের ছেলে শাহ আলম।

এ ব্যাপারে বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম আজাদ বলেন, আটককৃতরা সকলেই গরু ব্যবসায়ী। তারা চোরাইভাবে ভারতীয় গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শনিবার বিকেলে তাদের রৌমারী থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top