বাংলাদেশের মতো সেঞ্চুরি করতে চায় আফগানিস্তান

এখন পর্যন্ত প্রথম ও একমাত্র দল হিসেবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের দিক দিয়ে সেঞ্চুরি করেছে বাংলাদেশ। ১৮ ম্যাচ খেলে ১২টি জয় ও ৬টি হারে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগাররা। পয়েন্টের দিক দিয়ে সুপার লিগের আর কোনো দলের এক শ’ পয়েন্ট নেই। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট আছে দ্বিতীয়স্থানে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

তবে সুপার লিগের দ্বিতীয় দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরি করার ভালো সুযোগ আফগানিস্তানের সামনে। আগামীকাল জিম্বাবুয়েকে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারাতে পারলেই সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি করবে আফগানিস্তান। ১১ ম্যাচে ৯ জয়, ২ হারে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আফগানরা। আর ১টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে এত শ’তে পা রাখবে আফগানিস্তান।

সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ সাত এর মধ্যে থাকতে হবে দলগুলোকে।

কারণ আগামী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আয়োজক ভারত এবং শীর্ষ সাত দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের ওয়ানডে বিশ্বকাপ। আট দল সুপার লিগ থেকে টিকিট পেলেও, নবম ও দশম দল হিসেবে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে।

Share this post

scroll to top