বাংলাদেশের দেয়া নামকরণে হচ্ছে এবারের ঘূর্ণিঝড় ‘ফণী’!

বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের আটটি দেশের ( বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান) প্যানেল WMO/ESCAP অনুসারে একটি তালিকা থেকে পরবর্তী ঝড়ের নামকরণ করা হয়। এই আটটি দেশ একেকবারে আটটি করে ঝড়ের নাম প্রস্তাব করেছে। প্রথম দফায় মোট ৬৪টি নাম নির্ধারণ করা হয়েছে। যেমন ফণী নামটি বাংলাদেশের দেয়া। এরপরের ঝড়ের নাম হবে ভারতের প্রস্তাব অনুযায়ী বায়ু।

আপাতত FANI ঘূর্ণিঝড়ের তাণ্ডবের অপেক্ষায় বঙ্গোপসাগর লাগোয়া ভারত ও বাংলাদেশের বিশাল উপকূলীয় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ৷ দুই দেশের সরকার ক্ষয় ক্ষতি রুখতে তৎপর৷ খোলা হয়েছে ত্রাণের জন্য বিশেষ শিবির৷ প্রস্তুত উদ্ধারকারী দল৷ গত ৪৩ বছরের মধ্যে এই সামুদ্রিক ঝড় সব থেকে শক্তিশালী আকার নিয়ে তেড়ে আসছে৷ ইংরাজি নাম FANI হলেও এর বাংলা উচ্চারণ হল ‘ফণী’৷

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top