বদির করোনা পজিটিভ, এমপি শাহীনের নেগেটিভ

কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবর রহমান।

এ নিয়ে রাত পৌনে ৯টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএমএ কক্সবাজারের সাধারণ সম্পাদক জানান, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কক্সবাজার শহরের বেসরকারি হাসপাতাল ‘ইউনিয়ন হসপিটালে’ ভর্তি হন বদি। পরে শুক্রবার সন্ধ্যায় করোনা নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তবে বদির স্ত্রী একই আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

ডা. মাহবুবর বলেন, ‘বৃহস্পতিবার সকালে করোনার উপসর্গ নিয়ে কক্সবাজারের ইউনিয়ন হসপিটালে ভর্তি হওয়ার পরপরই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের (কমেক) ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এসময় কক্সবাজারে অবস্থানরত তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীর নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য কমেক ল্যাবে পাঠানো হয়।’

কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, পরীক্ষার পর শুক্রবার সন্ধ্যায় সাবেক এমপি আব্দুর রহমান বদির ফলাফল পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রী এমপি শাহীন আক্তার চৌধুরীর ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। তবে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া না গেলেও তার টাইফয়েড জ্বর ধরা পড়েছে।’

এদিকে সাবেক এমপি বদির প্রেস সচিব হেলাল উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন ধরে বদি ও তার স্ত্রী কক্সবাজার শহরের নিজ বাসায় অবস্থান করছিলেন। এসময় তারা দুজনই অসুস্থতাবোধ করলে বৃহস্পতিবার সকালে বদিকে কক্সবাজারের ইউনিয়ন হসপিটালে ভর্তি করা হয়। তবে এমপি শাহীনা আক্তার চৌধুরী বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন।’

তিনি জানান, ঢাকায় পৌঁছার পর সাবেক এমপি বদিকে স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করা হবে। সেখানে সম্ভব না হলে তাকে অন্য কোথাও ভর্তি করা হবে।

Share this post

scroll to top