বঙ্গবন্ধুর নামে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে কিশোরগঞ্জে

বঙ্গবন্ধুকিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ জাতীয় সংসদে তোলা হয়েছে। সোমবার (২৯ জুন) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই বিল তোলেন।

এরপর বিল পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’আইনে ৫৫ ধারা রয়েছে। চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগসহ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির কাজ অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্দেশ্যে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

Share this post

scroll to top