ফেসবুকে চালু ‍হলো নতুন রিঅ্যাকশনস লাইক বাটন

facebook-new-Reaction-Buttonফেসবুক চালু করেছে নতুন রিএ্যাকশন বাটন। সম্প্রতি চালু করা এই রিএ্যাকশনটির নাম দেয়া হয়েছে “Care Reaction”। এই রিএ্যাকশনের মাধ্যমে ফেসবুকের লাইক অপশনে যেকোন ফেসবুক ব্যবহারকারী তার বন্ধু বা পেজটির লাইক অপশনে ব্যবহার করবেন। অনূভূতি প্রকাশের জন্য মূলত ফেসবুক কর্তৃপক্ষ এ নতুন দুটি ইমোজি চালু করেছে।

ফেসবুকের অন্যতম নির্বাহী আলেকজান্দ্রু ভোইকা টুইটারের মাধ্যমে ঘোষণা দের যে, জিরবিহীন সময়ে লোকেরা একে অপরের সাথে তাদের সমর্থন ভাগ করে নিতে পারে সেজন্য মূলত এ দুটি ইমোজির প্রকাশ করেছে ফেসবুক। দুটি ইমোজির একটি ইমোজি দেখতে মনে মনে একটি হাসি মুখ হৃদয়কে  আকড়ে ধারণ করে, অন্যটি রক্তবর্ণের ইঙ্গিতযুক্তি ইমোজিটি হলো বেগুনি হৃদয়। একে ভার্চুয়াল আলিঙ্গন বলা হয়।

কিভাবে পাবেন এই ইমোজি ?

প্রথমে যেকোন একটি পোস্ট বেঁচে নিন।

পোস্টের নীচে ‘লাইক’ বোতামটি ধরে রাখুন।
আপনি ছয়টি বিকল্প দেখতে পাবেন যা বিভিন্ন আবেগকে উপস্থাপন করে।
আপনার আঙুলটি এমন একটিতে টানুন যা দেখতে একটি হাসি-ইমোজি মুখের মতো, হৃদয় বা বেগুনি হৃদয়ের আলিঙ্গন করে।
এখন আপনি সেই প্রতীকটি নিয়ে পোস্টটিতে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

নতুন ফেসবুক কেয়ার রিঅ্যাকশনস ইমোজিগুলি এখনও আপনার জন্য উপস্থিত না হলে চিন্তিত হবেন না, তারা তাদের পথে রয়েছে। তবে এটি কতটা সময় নেবে সে সম্পর্কে কোনও কথা নেই।

Share this post

scroll to top